ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আগুন থেকে রক্ষা পেলেন ঐশ্বরিয়ার মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আগুন থেকে রক্ষা পেলেন ঐশ্বরিয়ার মা ছবি: সংগৃহীত

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের মা (ব্রিন্দা রায়) থাকেন বান্দ্রার লা মের বিল্ডিংয়ের ১২ তলায়। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একই বিল্ডিংয়ের ১৩ তলায়। ফায়ার ব্রিগেডের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। এ ঘটনায় ঐশ্বরিয়ার মা বা অন্য কেউ হতাহতের হয়নি। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন অ্যাশ। এ সময় তাদেরকে খুব চিন্তিত ও বিমর্ষ দেখাচ্ছিলো।

সাংবাদিকদের উঠে এসেছে সে সময়ের চিত্রও। একসঙ্গে দেখা গেছে ব্রিন্দা রাই, ঐশ্বরিয়া ও অভিষেককে।   

ছবি: সংগৃহীতপ্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়, ১৬ তলা বিল্ডিংয়ের ১০ তলায় এক সময় বসবাস করতেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।