ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টেলর সুইফট অথবা নগ্ন ম্যানিকুইন (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
টেলর সুইফট অথবা নগ্ন ম্যানিকুইন (ভিডিও) টেলর সুইফট

‘সে কি আসলেই নগ্ন, নাকি বডিস্যুট পরেছে?’— এমন প্রশ্ন তুলছেন ভক্তরা। জনপ্রিয় আমেরিকান গায়িকা টেলর সুইফটের নতুন গানের ভিডিওর অংশ বিশেষ দেখে এমন প্রশ্ন ছুঁড়ছেন অনেকে।

নিজের শরীর দেখাতে কার্পণ্য করেন না টেলর— সম্প্রতি ‘রেডি ফর ইট’ গানের মিউজিক ভিডিওর টিজার শেয়ার করে এটি প্রমাণ করেছেন তিনি। অবশ্য এর আগে তিনিই মন্তব্য করেছিলেন যে, বিক্রিযোগ্য হয়ে ওঠার জন্য টেলর কখনো নগ্ন হবেন না।

   

ইনস্টাগ্রামে ভিডিওর একটি স্থিরচিত্র শেয়ার করেছেন টেলর। সত্যি বলতে টেলর যে পোশাকটি পরেছেন, সেটি প্রায় না পরারই সামিল।  অনেকে বলছেন, পোশাকটিই এমন যে তাকে নগ্ন দেখাচ্ছে।

মিউজিক ভিডিওর দৃশ্যে টেলর সুইফটস্থিরচিত্র বা ভিডিওতে ২৭ বছর বয়সী টেলরকে জীবন্ত ম্যানিকুইনের মতো লাগছে।  সারা শরীরে সাদাকালো লাইন আঁকা।  ভিডিওটি শুরু হয়েছে তার নাম দিয়ে৷ এরপর হুড মাথায় প্রবেশ টেলরের৷ পরপর কয়েকটি কাট-টু-কাট শট আছে। সেগুলির মধ্যেই টেলরকে নগ্ন অবস্থায় দেখা যাচ্ছে।

জানা গেছে, ১০ নভেম্বর মুক্তি প্রতীক্ষিত টেলরের একক ‘রেপুটেশন’-এর দ্বিতীয় গান ‘রেডি ফর ইট’।  

* ‘রেডি ফর ইট’-এর অংশ বিশেষ: 

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।