ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গোপনে বিয়ে, প্রকাশ্যে বিচ্ছেদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
গোপনে বিয়ে, প্রকাশ্যে বিচ্ছেদ! প্রসূন আজাদ, ছবি: বাংলানিউজ

নাটক-চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী প্রসূন আজাদ গোপনে বিয়ে করেছিলেন। এক বছরের ব্যবধানে স্বামীর সঙ্গে বিচ্ছেদও হয়ে যাচ্ছে তার। একাধিক সংবাদ মাধ্যমকে নিজেই খবরটি জানিয়েছেন প্রসূন।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ প্রসূন আজাদ জানান, আগামী বছর ফেব্রুয়ারিতে তাদের বিয়ে বিচ্ছেদ কার্যকর হবে।  

২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী মোহাইমিন শানের সঙ্গে তার বিয়ে হয়।

তারা সম্পর্কে কাজিন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকে গোপনে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। নতুন জীবনের খবর গণমাধ্যমকে না জানালেও এবার প্রকাশ্যে এলো বিচ্ছেদের ব্যাপারটি। সঙ্গতকারণে ফের আলোচনায় তিনি।  

প্রসূন জানান,  বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে তার স্বামীর ইচ্ছায়। প্রসূন বলেছেন, ‘সরকার জি (মোহাইমিনের পারিবারিক উপাধি) যদি ডিভোর্স দিয়ে ভালো থাকে, সেখানে আমার কী বলার থাকে? তবে এখনো সিদ্ধান্ত বদলের কিছু সময় আছে। যদি সে সিদ্ধান্ত পাল্টায়, আমি হয়তো অনেক সুখী হবো। ’

মোহাইমিন শান ও প্রসূন আজাদ (ছবি: সংগৃহীত)এ অবস্থায় কী ভাবছেন প্রসূন? তিনি পরিস্থিতি সামলে ওঠার চেষ্টা করছেন। বলেছেন, ‘আমি আমার পরিবার নিয়ে চিন্তিত। জানি না সংবাদটা মা-বাবা কীভাবে নেবেন। ব্যক্তিগত সম্পর্কগুলো অনেক স্পর্শকাতর। আমি চাই না এমন কিছু ঘটুক, যা আমার মা-বাবা-ভাইকে কষ্ট দেবে। ’

এর মধ্যে প্রসূন আলোচনায় এসেছিলেন নাটকের সংগঠন কর্তৃক নিষিদ্ধ হয়ে। বিরতির পর কাজে ফিরেছেন এই অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।