ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢিনচ্যাক পূজাই কি ‘সিক্রেট সুপারস্টার’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ঢিনচ্যাক পূজাই কি ‘সিক্রেট সুপারস্টার’! ‘সিক্রেট সুপারস্টার’ ছবির পোস্টার ও ঢিনচ্যাক পূজা

মুসলিম পরিবারের একটি মেয়ে সংগীতশিল্পী হতে চায়। গান করতে চায় মঞ্চ ও চলচ্চিত্রে। মেয়েটির এই স্বপ্নপূরণে মা সঙ্গে থাকলেও বাবা বাধা দেন। গানপাগল মেয়েটি তখন বোরকায় নিজেকে লুকিয়ে ইউটিউবে গানের ভিডিও আপলোড করে। একটা সময় সে ইউটিউব তারকা হয়ে ওঠে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সিক্রেট সুপারস্টার’।

ঠিক একইভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে সমালোচিত ও ট্রলড হয়েছেন গায়িকা ঢিনচ্যাক পূজা। ‘বেসুরো’ গান গেয়ে শ্রোতাদের মনে হাসির খোরাক যোগাচ্ছেন তিনি।

এদিকে, আমির খান ও জায়রা ওয়াসিম অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ দেখে বলিউড ইন্ডাস্ট্রির অনেকই মনে করছেন ঢিনচ্যাক পূজার জীবন থেকে নেওয়া হয়েছে ছবিটির গল্প। তবে এটি মানতে নারাজ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সিক্রেট সুপারস্টার’ আমির খান বলেছেন, ‘‘তিনি (ঢিনচ্যাক) জনপ্রিয় কারণ তিনি খারাপ! লোকে তার ভিডিও দ্যাখে তাকে অপছন্দ করা জায়গা থেকে। শুধুমাত্র ঘৃণা করতেই ঢিনচ্যাক পূজার গান শোনে সকলে। তা ছাড়া ও আলাদা এবং সে জন্যই ও জনপ্রিয়। আর সেটি একেবারেই ভুল নয়। ‘বিগ বস ১১’ তেও তো সে জন্য সুযোগ পেয়েছে পূজা...’’

** বিগ বস-১১’র মঞ্চে ঢিনচ্যাক পূজা

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।