ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী জ্যোতি সিনহা পুরস্কৃত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
অভিনেত্রী জ্যোতি সিনহা পুরস্কৃত অভিনেত্রী জ্যোতি সিনহা পুরস্কৃত

মঞ্চনাটকের গুণী অভিনয়শিল্পী জ্যোতি সিনহা। ২১ বছর ধরে মণিপুরি থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। তিনি একাধারে অভিনেত্রী, নির্দেশক, কস্টিউম ডিজাইনার ও কোরিওগ্রাফার। অভিনয় করেছেন ২০টিরও বেশি নাটকে। এর মধ্যে ‘কহে বীরাঙ্গনা’, ‘লেইমা’, ‘দেবতার গ্রাস’, ‘শ্রীকৃষ্ণকীর্তন’, ‘ইঙাল আঁধার পালা’, ‘বিদেহ’ উল্লেখযোগ্য। 

আরণ্যক প্রবর্তিত ‘দীপু স্মৃতি পদক ২০১৭’ পেলেন আলোচিত অভিনেত্রী জ্যোতি সিনহা। আরণ্যকের ৪৫ বছর পূর্তি উৎসবে শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালায় এই পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান জ্যোতির হাতে তুলে দেন দেশীয় নাট্যাঙ্গনের গুরুত্বপূর্ণ এই পদক। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, মান্নান হীরা, শাহ আলম দুলাল, শুভাশিস সিনহা, অলোক বসু, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার প্রমুখ।  
 
এর আগে দীপু স্মৃতি পদক পেয়েছেন শিমুল ইউসুফ, তারিক আনাম খান, এস এম সোলায়মান, ত্রপা মজুমদার, মলয় ভৌমিক ও ঝিমিত চাকমা।  

জ্যোতি অভিনীত একক নাটক ‘কহে বীরাঙ্গনা’ বাংলা নাট্যমঞ্চে অনবদ্য সংযোজন। কর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন প্রাচ্যনাট তরুণ নাট্যকর্মী সম্মাননা, জীবনসংকেত নাট্যগোষ্ঠী সম্মাননা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য প্রকাশনা সংস্থা ‘পৌরি’র সম্মাননা। ভারতের আসামের মণিপুরি অডিও ভিজ্যুয়াল এল এল প্রোডাকশন তাকে ‘রত্ননন্দিনী’ খেতাবও প্রদান করেছে।

জ্যোতি সিনহার জন্ম ১৯৮৪ সালের ২৯ নভেম্বর সিলেটে। পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর, ‘মণিপুরি সংস্কৃতি ও রাসলীলা : একটি সমাজতাত্ত্বিক পাঠ’ শিরোনামে এমফিল করেছেন জ্যোতি। এখন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হিসেবে কর্মরত আছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।