ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমিরের বয়ানে তিন খানের প্রথম সাক্ষাৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
আমিরের বয়ানে তিন খানের প্রথম সাক্ষাৎ আমির খান, শাহরুখ খান ও সালমান খান (ছবি: সংগৃহীত)

তিনজনই বলিউড সুপারস্টার। যেখানেই যান সেখানেই লাখো ভক্তের ঢল। খানত্রয়ী হিসেবেই সবার কাছে পরিচিত তারা। কথা হচ্ছে আমির খান, শাহরুখ খান ও সালমান খানকে নিয়ে।

তাদের বন্ধুত্ব ও শত্রুতা নিয়ে প্রায়ই বিভিন্ন রকম খবর বের হয়। পাশাপাশি আরও খুঁটিনাটি জানেন ভক্তরা।

কিন্তু কবে বা কোথায় তাদের প্রথম দেখা হয়েছিলো, কেমন ছিলো সেই দিনটি— তা হয়তো খুব কম মানুষেরই জানা। সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন আমির। তিনিই জানালেন সালমান ও শাহরুখ খানের সঙ্গে তার প্রথম দেখার হওয়া দিনের কথা।

‘পিকে’খ্যাত এই তারকা বলেন, “সালমানের সঙ্গে আমার প্রথম দেখা বাবলার (পরিচালক আদিত্য ভট্টাচার্য) বাড়িতে, যিনি ‘রাখ’ (১৯৮৯) ছবিটি নির্মাণ করেছেন। মজার বিষয় হলো, সালমান ও আমি দ্বিতীয় শ্রেণীতে একই স্কুলে পড়েছি (সেইন্ট অ্যান স্কুল, পালি হিল)। কিন্তু আমরা পরস্পরকে চিনতাম না। আমি বাবলার বাড়িতে গিয়েছিলাম একটি স্বল্পদৈর্ঘ্য ছবি নিয়ে আলোচনা করতে, যার অভিনেতা, স্পট বয়, প্রোডাকশন ম্যানেজার, সহকারি পরিচালক সবকিছু আমিই ছিলাম। আমরা একসঙ্গে এক মাস শুটিং করি। ’

তিনি আরও বলেন, ‘১৫ বছর বয়সে আমি প্রথম অভিনয় করি। সালমান কার্টার রোডে সাইকেল চালাতো। সেও বাবলাকে চিনতো। আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলতাম। সে (সালমান খান) আমাকে তার অভিনেতা হওয়ার ইচ্ছার কথা বলতো। ’

শাহরুখ প্রসঙ্গে বলতে গিয়ে আমির বলেন, “কোনও এক রাস্তায় জুহি চাওলার সঙ্গে শুটিংয়ের মুহূর্তে শাহরুখের সঙ্গে আমার কিছুক্ষণের জন্য দেখা হয়। সে জুহির সঙ্গে ‘রাজু বান গায়া জেন্টলম্যান’ ছবির কাজ শুরু করছিলো। শাহরুখের প্রথম ছবি ‘দিওয়ানা’ তখনও মুক্তি পায়নি। সে খুবই ভালো। প্রথম দেখাটা খুবই সৌহার্দ্যপূর্ণ ছিলো। ”

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির কাজ করছেন আমির খান। এতে তার সহশিল্পী অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতেমা সানা শেখ।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।