ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আত্মহত্যা করতে চেয়েছিলেন কৈলাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আত্মহত্যা করতে চেয়েছিলেন কৈলাশ কৈলাশ খের (ছবি: সংগৃহীত)

আত্মহত্যা করতে চেয়েছিলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা ক’দিন আগে এমনই খবর প্রকাশ করেছিলো ভারতীয় গণমাধ্যমগুলো। চমকপ্রদ তথ্য হলো- এই একই পথ নাকি বেছে নিয়েছিলেন সংগীতশিল্পী কৈলাশ খেরও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা নিজেই স্বীকার করেছেন তিনি।

‘আল্লাহ কে বান্দে’খ্যাত এই শিল্পী বলেন, ‘আমি খুব বিষন্নতায় ভুগছিলাম। একটা সময় মনে হয়েছিলো এই পৃথিবীতে আমার কোনো প্রয়োজন নেই।

এ কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম। ’

যোগ করে ৪৪ বছর বয়সী এই সংগীতশিল্পী আরও বলেন, ‘তবে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। যার কারণে হয়তো আজ এখানে বসে সাক্ষাৎকার দিতে পারছি। হয়তো মানুষ এখনও আমাকে ভালোবাসে। আমার গান ‍শুনতে চায়। ’

** কৈলাশ খেরের সাক্ষাৎকার

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।