ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখ পুত্রের সঙ্গে কে এই রমণী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
শাহরুখ পুত্রের সঙ্গে কে এই রমণী? ছবি: সংগৃহীত

আরিয়ান খান, সুহানা খান বা আবরাম খান— শাহরুখ খানের তিন সন্তানই সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমের নজরে থাকেন। কখনও তাদের বেড়াতে যাওয়ার ছবি, কখনও বা তাদের পার্টির ছবি, কখনও সেলফি দেখে থাকেন দর্শক। এবার শাহরুখ পুত্রের সঙ্গে এক রহস্যময়ী রমণীকে দেখলেন তারা। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে অন্তর্জাল দুনিয়ায়।

সম্প্রতি আরিয়ানের বোন সুহানার নামের একটি ফ্যান ক্লাব থেকে পোস্ট করা হয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে এক তরুণীর সঙ্গে শাহরুখ পুত্র।

এটি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সামনে তোলা। সেখানেই ফিল্মমেকিং বিষয়ে পড়াশোনা করছেন আরিয়ান। তার সঙ্গী মেয়েটি কে তা জানতে উঠেপড়ে লেগেছে সবাই! কারও ধারণা, তারা সহপাঠী। কেউ কেউ তারও বেশি কিছু ধরে নিচ্ছেন।

গত বছরের আগস্টে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আরিয়ান। ভর্তির সময় তার সঙ্গে গিয়েছিলেন বাবা শাহরুখ, মা গৌরি ও বোন সুহানা।

এবারই প্রথম নয়, গত বছরের মে মাসে আরেকটি মেয়ের সঙ্গে আরিয়ানের ছবি নিয়ে ঝড় শুরু হয়েছিলো অন্তর্জাল দুনিয়ায়। একসঙ্গে পার্টিতে নাচার সময় তাদের ওই ছবি ক্যামেরাবন্দি করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।