ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সঞ্জয়-জনকে নিয়ে ‘হাউসফুল ফোর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
সঞ্জয়-জনকে নিয়ে ‘হাউসফুল ফোর’ সঞ্জয় দত্ত ও জন আব্রাহাম (ছবি: সংগৃহীত)

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘হাউসফুল’ অন্যতম। ইতমধ্যে মুক্তি পেয়েছে এর তিনটি কিস্তি। দু’দিন আগে এর চতুর্থ কিস্তি নির্মানের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। জানা গেছে- পুনর্জন্মের গল্প নিয়ে নির্মিত হবে ‘হাউসফুল ফোর’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটি পরিচালনা করবেন সাজিদ খান।

২০১৯ সালের দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি।

প্রতিবারের মতো এবারের পর্বেও পাওয়া যাবে অক্ষয় কুমার ও রিতেশ দেশমুখকে। তবে অভিষেক বচ্চন থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। শোনা যাচ্ছে- ছবিতে নতুনভাবে যুক্ত হবেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও জন আব্রাহাম।

‘হাউসফুল ফোর’ প্রসঙ্গে প্রযোজক সাজিদ নাদিয়াড়ওয়ালা বলেন, ‘চতুর্থ পর্বের জন্য আমাদের অনেক মজার বিষয়বস্তু রয়েছে কারণ এর প্লটটি পুনর্জন্ম নিয়ে। এটি নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনাও রয়েছে এবং এ কারণে মনে হয়েছে ২০১৯ সালের বিশেষ দিনটিতে ছবিটি মুক্তি দিতে আমাদের যথেষ্ট সময় প্রয়োজন। ’

এর আগে ২০১০ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘হাউসফুল’। এরপর ২০১২ সালে মুক্তি পায় ‘হাউসফুল টু’। সর্বশেষ ‘হাউসফুল থ্রি’ মুক্তি পায় ২০১৬ সালে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।