ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক ফ্রেমে দুই সুন্দরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এক ফ্রেমে দুই সুন্দরী মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোন। সম্প্রতি হাজির হয়েছিলেন মারাঠি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যেখানে একসঙ্গে ক্যামেরাবন্দী হন তারা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে তাদের ছবিগুলো।

শুক্রবার (২৭ অক্টোবর) মুম্বাইয়ের গোরেগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে মারাঠি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। যেখানে ঐতিহ্যবাহী পোশাক পরে হাজির হয়েছিলেন বলিউডের এই দুই সুন্দরী।

ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচীর তৈরি করা নেটের শাড়ি পরেছিলেন দীপিকা। আর মাধুরীর পরনে ছিলো পিচ রঙের লেহেঙ্গা।

মাধুরী-দীপিকা ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অর্জুন রামপাল, অদিতি রাও হায়দারি, নানা পাটেকর, প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, শ্রেয়াস তালপাড়ে, আশুতোশ গোয়াড়িকরসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।