ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘অ্যাকশন হিরো বিজু’র রিমেক ‘সিংহাম থ্রি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
‘অ্যাকশন হিরো বিজু’র রিমেক ‘সিংহাম থ্রি’ ছবি: সংগৃহীত

কিছুদিন আগে ‘গোলমাল অ্যাগেইন’ ছবির প্রচারণা করতে গিয়ে ‘সিংহাম থ্রি’তে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন অজয় দেবগন। এরই মধ্যে শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি ছবিটির কাজ শুরু করবেন পরিচালক রোহিত শেঠি।

সম্প্রতি জানা যায়, ২০১৬ সালের মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ছবি ‘অ্যাকশন হিরো বিজু’র হন্দি সংস্করণই হবে ‘সিংহাম থ্রি’। তবে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সত্যিকার এক পুলিশ কর্মকর্তার জীবন কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘অ্যাকশন হিরো বিজু’। এটি পরিচালনা করেছেন মালায়ালাম পরিচালক আব্রিদ সিনে। এতে অভিনয় করেছেন নিভিন পওলি, আনু ইমানুয়েলসহ প্রমুখ।

এর আগে ২০১১ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘সিংহাম’ (অজয় দেবগণ ও কাজল আগারওয়াল)। এরপর ২০১৪ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘সিংহাম রিটার্নস’ (অজয় দেবগণ ও কারিনা কাপুর খান)।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।