ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেয়ের নাম ঘোষণা না করায় করণের ওপর নাখোশ শ্রীদেবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
মেয়ের নাম ঘোষণা না করায় করণের ওপর নাখোশ শ্রীদেবী শ্রীদেবী, জানভি কাপুর ও করণ জোহর (ছবি: সংগৃহীত)

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, মারাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি সংস্করণের মাধ্যমে বলিউডে পা রাখবেন শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর। এটি প্রযোজনা করবেন করণ জোহর। এতে জানভির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন শহিদ কাপুরের ছোট ভাই ইশান খাত্তার।

এদিকে কয়েকদিন আগে করণের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন নতুন দুটি ছবির ঘোষণা দিয়েছে। কিন্তু জানভির ছবির নাম ঘোষণা করেননি এ নির্মাতা।

এ নিয়ে করণের ওপর নাখোশ শ্রীদেবী। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এ প্রসঙ্গে শ্রীদেবীর একটি ঘনিষ্ঠসূত্র জানান, শ্রীদেবীর মতে এ বিষয়ে ঘোষণা দেওয়ার এখনই সঠিক সময়। করণ ইতিমধ্যে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ এবং অক্ষয় কুমারের সঙ্গে ‘কেসারি’ ছবির ঘোষণা দিয়েছেন। শ্রীদেবী মনে করছেন করণের এখন জানভির অভিষেকের বিষয়টিও ঘোষণা করা উচিত।

‘সাইরাত’ ছাড়াও টাইগার শ্রফের বিপরীতে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে শ্রীদেবীকন্যার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে- করণের মোট তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জানভি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।