ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফ্রান্সে লালনের গান

এটি দারুণ উদ্যোগ: ফরিদা পারভীন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
 এটি দারুণ উদ্যোগ: ফরিদা পারভীন ছবি: সংগৃহীত

গুণী সংগীতশিল্পী ফরিদা পারভীনের গাওয়া লালন সংগীতের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে রেডিও ফ্রান্স। ফ্রান্সের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সংগঠন ‘ওকোরা’র ব্যানারে বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘লালন শাহর গান’ (‘শ দো লালন শাহ’) শিরোনামের অ্যালবামটি।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজের সঙ্গে আলাপ হয় ফরিদা পারভীনের। তিনি বলেন, ‘এটি একটি দারুণ উদ্যোগ।

আমার কণ্ঠে লালন সাঁইজির গান শুনে অনেক মানুষ আত্মশুদ্ধির কথা চিন্তা করতে পারবেন। বাংলায় গানগুলো গাওয়া হলেও অ্যালবামের সঙ্গে থাকা লিফলেটে এর ফরাসি অনুবাদ থাকছে। ’

 ফরিদা পারভীন জানান, ‘ধন্য ধন্য বলি তারে’, ‘পারে লয়ে যাও আমায়’সহ ১০-১২টি গান থাকছে অ্যালবামে। বিশ্বের বিভিন্ন দেশের মঞ্চে গান পরিবেশন করছেন তিনি। এরই অংশ হিসেবে কয়েক বছর আগে গিয়েছিলেন ফ্রান্সে। সেখানেই গানগুলো সরাসরি রেকর্ড করা হয়।  

 এরই মধ্যে অ্যালবামটি ইউরোপের গণমাধ্যমে আলোচিত হয়েছে। ফরাসি সাংস্কৃতিক সাময়িকী ‘তেলেরামা’, স্প্যানিশ রেডিও ‘ম্যান্ডফোনিয়াস’,  ব্রিটিশ সাময়িকী ‘সংলাইনস’ ও ইতালিও-সুইস ‘রেডিও টিভি’তে শিরোনাম হয়েছে লালনের গান।

ফরিদা পারভীন বললেন, ‘কিছুদিন আগে ফ্রান্সে গান করতে গিয়েছিলাম, সেখানে ডক্টর পিয়ের-এলেন বো সাঁইজির গান নিয়ে অ্যালবাম করার প্রস্তাব দেন। ’

এদিকে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল পাঁচটায়  ‘লালন শাহর গান’ (‘শ দো লালন শাহ’) অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হতে যাচ্ছে অলিয়স ফ্রঁসেজে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি হিসেবে থাকবেন ঢাকার ফরাসি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার জ্যঁ-পিয়ের পন্স। অনুষ্ঠানে সরাসরি গান শোনাবেন ফরিদা পারভীন।  

জানা যায়, সম্প্রতি মরক্কোর দ্বিতীয় বৃহত্তম ফেজ শহরে আয়োজিত ‘দশম ফেজ ফেস্টিভ্যাল অফ সুফী কালচার’-এর উদ্বোধনী কনসার্টে গান পরিবেশন করে দেশে ফিরেছেন ফরিদা পারভীন । আগামী বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সের স্ট্রাসবুর্গের ‘সেক্রিস জুর্নে ফেস্টিভ্যাল’, ‘লেওন অপেরা’ এবং প্যারিসে সংগীত পরিবেশন করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।