ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘কাম অন আলিয়া’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
‘কাম অন আলিয়া’ (ভিডিও) ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট

কী ফিটনেস কী সৌন্দর্য্য, বলিউড অভিনেত্রীদের মধ্যে এগিয়ে থাকবেন ক্যাটরিনা কাইফ। এ কারণে তাকে আদর্শ মনে করতে পারেন তরুণ শিল্পীরা। আলিয়া ভাট কি তবে ক্যাটরিনাকে গুরু মানছেন?

ক্যাটরিনা ও আলিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা অনেকেরই জানা। সুযোগ পেলেই তারা একসঙ্গে সময় কাটান।

এরই প্রমাণ পাওয়া গেলো আরেকবার।  

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন ক্যাটরিনা। এতে দেখা যাচ্ছে আলিয়াকে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। ভিডিওতে দেখা যায়, ট্রেইনারের অনুপস্থিতিতে ক্যাটরিনা ও আলিয়া অনুশীলন করছেন। ক্যাট আলিয়াকে বলছেন, ‘…পেছনে সোজা হও, এটা কিছুই না আলিয়া, কাম অন!’ কিংবা বলছেন, ‘ওয়ার্কআউট করার পর তোমার কেমন বোধ হচ্ছে আলিয়া?’ 

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ শেষ করেছেন ক্যাটরিনা কাইফ। এতে তার বিপরীতে আছেন সাবেক প্রেমিক সালমান খান। ডিসেম্বরে মুক্তি পাবে এটি।

অন্যদিকে ‘রাজি’,  ‘ড্রাগন’ ও ‘গুল্লিবয়’ ছবিগুলোতে দেখা যাবে আলিয়াকে। ধারাবাহিকভাবে এগুলোর কাজ শেষ করবেন তিনি।

* ভিডিওতে ক্যাটরিনা ও আলিয়া: 

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।