ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিশেষ বক্তব্য রাখবেন এটিএম শামসুজ্জামান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
বিশেষ বক্তব্য রাখবেন এটিএম শামসুজ্জামান ছবি: বাংলানিউজ

চলচ্চিত্রের গুণী মানুষদের অনেকেই চলে গেছেন পরপারে। বয়োজৈষ্ঠ্যদের মধ্যে এখনও নিয়মিত কাজ করছেন অভিনেতা এটিএম শামসুজ্জামান। বড়পর্দার জনপ্রিয় এ খলনায়ক এখন টেলিভিশন নাটক নিয়েই বেশি ব্যস্ত। 

এটিএম শামসুজ্জামান সুবক্তা হিসেবেও পরিচিত। টেলিভিশন টকশো কিংবা সেমিনারে তার উপস্থিতি চোখে পড়ে।

১ নভেম্বর ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অভিনেতা এটিএম শামসুজ্জামান।

এদিন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ভবনের শেখ রাসেল মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকাল ১০টায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডাকসাইটে অভিনেতা এটিএম শামসুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট’-এর প্রধান নির্বাহী মো. মনজুরুর রহমানসহ মিডিয়ার গুরুত্বপূর্ণ মানুষেরা। আয়োজনের মধ্যে থাকছে বি.সি.টি.আই-এর শিক্ষার্থীদের বানানো চলচ্চিত্রের প্রদর্শনী। সবার সঙ্গে চলচ্চিত্র উপভোগ করবেন এটিএম শামসুজ্জামান।

চলচ্চিত্রে ব্যস্ততা কমে যাওয়ায় এটিএম শামসুজ্জামান এফডিসিতেও খুব একটা যান না। দীর্ঘবছর পর বাংলাদেশ শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে খবরের শিরোনামে এসেছিলেন ক’দিন আগে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।