ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তোপের মুখে আত্মজীবনী তুলে নিচ্ছেন নওয়াজুদ্দিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
তোপের মুখে আত্মজীবনী তুলে নিচ্ছেন নওয়াজুদ্দিন নওয়াজুদ্দিন সিদ্দিকি (ছবি: সংগৃহীত)

ক’দিন আগে প্রকাশিত হয়েছে বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকির আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ: এ মেমোর’। যেখানে এই অভিনেতা মনের কথা প্রাণ খুলেই লিখতে গিয়ে বাদ দেননি প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে শরীরী খেলায় মেতে ওঠার কাহিনিও। এসব বক্তব্যই কাল হয়েছে তার জন্য।  

আত্মজীবনীতে নওয়াজ জানিয়েছেন, ‘মিস লাভলি’র সময় যে নিহারিকা নওয়াজকে ক্যামেরার সামনে চুমু খেতে লজ্জা পেয়েছিলেন সেই নিহারিকাকেই কীভাবে কোলে তুলে বেডরুমে নিয়ে গিয়েছিলেন। বাদ যায়নি প্রথম প্রেমিকা সুনীতা রাজওয়ারের কথাও।

আত্মজীবনীতে লিখেছেন, সুনীতার উচ্চাকাঙ্খার জন্যই ভেঙে গিয়েছে তাদের প্রেমের সম্পর্ক।

আত্মজীবনীতে এসব কথা লেখায় নওয়াজের ওপর ক্ষোভে ফেটে পড়েছেন নিহারিকা ও সুনীতা। তাকে মিথ্যাবাদী বলে দাবি করছেন তার প্রাক্তনরা। এমন মন্তব্য করায় ৪৩ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে নারী কমিশনে অভিযোগ দায়ের করেছেন গৌতম গুলাটি নামের এক আইনজীবী।

এ ঘটনার পর নানা সমালোচনা ও বিতর্কের সম্মুখীন হতে হচ্ছে বলিউডের এই অভিনেতাকে। এ কারণে প্রাক্তনদের কাছে ক্ষমা চেয়েছেন নওয়াজ। একইসঙ্গে  আত্মজীবনী তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সোমবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নওয়াজ লিখেছেন, “আমার মন্তব্যে যারা আঘাত পেয়েছেন তাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এ ছাড়া আমি ফিরিয়ে নিচ্ছি আমার আত্মজীবনী “অ্যান অর্ডিনারি লাইফ: এ মেমোর। ”

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।