ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘হালদা’য় মোশাররফ-তিশার রসায়ন (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
‘হালদা’য় মোশাররফ-তিশার রসায়ন (ভিডিও) গানের দৃশ্যে মোশাররফ করিম ও তিশা

‘অজ্ঞাতনামা’র সাফল্যের পর নতুন ছবি বানিয়েছেন তৌকীর আহমেদ, নাম ‘হালদা’। ছবিটি মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর। প্রচারের অংশ হিসেবে প্রকাশ পেলো এর প্রথম গান ‘নোনাজল’। গানে মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশার রসায়ন দেখানো হয়েছে।

৩০ অক্টোবর ফেসবুক লাইভে নির্মাতা তৌকীর আহমেদ, ছবিটির অভিনেতা জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা জানালেন ‘হালদা’ আসছে ১ ডিসেম্বর। বিজয়ের মাসের প্রথম ছবি হতে যাচ্ছে এটি।

তৌকীর আহমেদ বলেন, “এর আগে আমার যতোগুলো চলচ্চিত্র মুক্তি পেয়েছে কোনোটারই তেমন প্রচার-প্রচারণা করা হয়নি। তবে এবার আমরা ‘হালদা’কে সবার কাছে পৌঁছে দিতে বেশ ভালোভাবে প্রচারণায় নেমেছি। বর্তমানে প্রচারণার অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম ফেসবুক। তাই ফেসবুক লাইভে এসে ‘হালদা’র মুক্তি তারিখ ঘোষণা করলাম। বিজয় দিবসের প্রথম ছবি হিসেবে হালদা মুক্তি পাবে ১ ডিসেম্বর। আশা করি সকলকে আমাদের পাশে পাবো। ”

মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি ছবির ‘নোনাজল’ শিরোনামের গানটি টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়।  

‘হালদা’র গল্প লিখেছেন আজাদ বুলবুল। পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই। ছবিটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু।  আরও আছেন দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ।  

ছবিটি বাংলাদেশ ও বিশ্বব্যাপী পরিবেশনা করতে যাচ্ছে  দি অভি কথাচিত্র। দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে ‘হালদা’ মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ১৬টি দেশে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

‘হালদা’ তৌকীরের পঞ্চম ছবি। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি তৈরি হয়েছে। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এ নদীতে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে কাহিনিতে।

* ‘নোনাজল’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।