ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার বেলাল-ঐশীর গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আবার বেলাল-ঐশীর গান (ভিডিও) ঐশী ও বেলাল খান (ছবি: সংগৃহীত)

‘ভালোবাসি ভালোবাসি বলা যায় কম/তোকে ভালোবেসে যাবো জনম জনম’— এমন কথার দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও ঐশী। সম্প্রতি প্রকাশ হয়েছে ‘তোর ভালোবাসা’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও। এটি তৈরি করেছেন ‘দেশা-দ্য লিডার’খ্যাত নির্মাতা সৈকত নাসির। 

ইশতিয়াক আহমেদের কথায় ‘তোর ভালোবাসা’র সুর করেছেন বেলাল খান। ম্যাক্স ব্যাগ নিবেদিত গানটিতে মডেল হয়েছেন অভি ও তাহিরা।

ভিজ্যুয়ালাইজারের তত্ত্বাবধানে এস এ প্রডাকশনের ইউটিউ চ্যানেলে প্রকাশ হয়েছে ভিডিও।  

গানটি নিয়ে জনপ্রিয় গায়ক বেলাল খান বলেন, ‘গানের কথা ও সুরের সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও তৈরি করা হয়েছে। আশা করি, সবার কাছে উপভোগ্য মনে হবে। ’

এর আগেও একসঙ্গে গান গেয়েছেন বেলাল ও ঐশী। ঐশীর ‘মায়া’ অ্যালবামের সব গানের সুর বেলালের। এরই ধারাবাহিকতায় এলো ‘তোর ভালোবাসা’ গানটি।

মিউজিক ভিডিওর গল্পে দেখা যাবে ঘর পালিয়ে কক্সবাজারে গিয়েছে প্রেমিক-প্রেমিকা। কিন্তু প্রেমিকের পকেটে মাত্র একশো টাকা। প্রেমিকার তাই মন খারাপ। প্রেমিক জানে কিভাবে তার মন ভালো করতে হবে। শুরু হয় সেই চেষ্টা। এক সময় প্রেমিকার মন ভালো হয়ে যায়। মনের আনন্দে দু’জন চষে বেড়ায় সাগর ও সৈকত। আজ তারা মুক্ত, নেই বাড়ি ফেরার তাড়া।  

* ‘তোর ভালোবাসা’ গানের ভিডিও: 

 বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।