ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনিল-মাধুরীকে নিয়ে ‘টোটাল ধামাল’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
অনিল-মাধুরীকে নিয়ে ‘টোটাল ধামাল’! মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর (ছবি: সংগৃহীত)

প্রায় তিন বছর ধরে রূপালি পর্দার আঁড়ালে রয়েছেন মাধুরী দীক্ষিত। সর্বশেষ ২০১৪ সালে ‘গুলাব গ্যাং’ ছবিতে অভিনয় করেন বলিউডের এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, ইন্দর কুমার পরিচালিত ‘টোটাল ধামাল’ ছবিতে দেখা যেতে পারে ‘দেবদাস’খ্যাত এই তারকাকে। হাস্যরসাত্মক ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এটি।

সম্প্রতি প্রকাশিত একাধিক প্রতিবেদনে জানা যায়, মাধুরীকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন পরিচালক ইন্দর কুমার। তিনি সম্মতি প্রকাশ করলেই শুরু হবে দৃশ্যধারণের কাজ।

এতে প্রধান চরিত্রে দেখা যাবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরকে। পাশাপাশি আরও থাকছেন অজয় দেবগণ, আরসাদ ওয়ারসি ও রীতেশ দেশমুখ।

এ প্রসঙ্গে মাধুরীর একটি ঘনিষ্ঠসূত্র জানান, গত দুই মাস আগে মাধুরীকে ‘টোটাল ধামাল’-এ অভিনয়ের প্রস্তাব দিয়েছেন ইন্দর। সবকিছু চূড়ন্ত হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ৫০ বছর বয়সী এই অভিনেত্রীর সম্মতির। এর মধ্য দিয়ে ২২ বছর পর একসঙ্গে কাজ করবেন ইন্দর-মাধুরী। সর্বশেষ ১৯৯৫ সালে ইন্দরের ‘রাজা’ ছবিতে অভিনয় করেছিলেন মাধুরী।  

২০০৭ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘ধামাল’ (সঞ্জয় দত্ত, রীতেশ দেশমুখ, আরসাদ ওয়ারসি, জাভেদ জাফরি)। এরপর ২০১১ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ডাবল ধামাল’ (সঞ্জয় দত্ত, রীতেশ দেশমুখ, আরসাদ ওয়ারসি, মল্লিকা শেরাওয়াত ও কঙ্গনা রনৌত)।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।