ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যানসার আক্রান্ত দুই শিশুর পাশে পূজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
ক্যানসার আক্রান্ত দুই শিশুর পাশে পূজা পূজা হেগড়ে (ছবি: সংগৃহীত)

আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জদারো’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন পূজা হেগড়ে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন সুপারস্টার হৃতিক রোশন। সৌন্দর্য আর অভিনয় দিয়ে সবার মন জয় করতে পারলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি।

কয়েক মাস আগে মুক্তি পেয়েছে পূজার তেলেগু ছবি ‘দুভাড়া জগন্নাধম’। এখন এর সফলতায় ভাসছেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী।

ইতিমধ্যে বক্স অফিসে শত কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি।

বর্তমানে একটি এনজিওর মাধ্যমে ক্যানসার আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করছেন পূজা। এরই অংশ হিসেবে অক্টোবর নিজের ২৭তম জন্মদিনে টাটা মেমোরিয়াল হাসপাতাল পরির্দশনে যান এই তারকা। সেখানে ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় কাটান পূজা।

এখানেই শেষ নয়, পরিদর্শন শেষে দু’জন ক্যানসার আক্রান্ত শিশুর হাসপালের বিল পরিশোধ করেছেন এই অভিনেত্রী। এ ছাড়া ওই দুই শিশুর পরিবারের হাতে নগদ টাকাও তুলে দিয়েছেন। পূজা চিকিৎসকদের জানিয়েছেন, ভবিষ্যতে আরও কিছুর প্রয়োজন হলে তার সঙ্গে যেন যোগাযোগ করা হয়।    

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।