ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কেন হলো না কথা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
কেন হলো না কথা! ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

দক্ষিণ মুম্বাইয়ের সমুদ্রশহর আলিবাগে বুধবার (১ নভেম্বর) হইচই করে পালিত হয়েছে শাহরুখ খানের ৫২তম জন্মদিন। বলিউড বাদশাকে শুভেচ্ছা জানাতে পার্টিতে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা।

মজার তথ্য হলো পার্টিতে মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রাক্তন দুই প্রেমিকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। কিন্তু একে অপরকে কৌশলে এড়িয়ে গেলেন তারা।

এ প্রসঙ্গে শাহরুখ খানের একটি ঘনিষ্ঠসূত্র জানান, দীপিকা আসার ৪ ঘণ্টা আগে পার্টিতে উপস্থিত হয়েছিলেন ক্যাট। এ সময় দু’জনই পার্টিতে উপস্থিত অন্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। কিন্তু দীপিকা-ক্যাটরিনা মুখোমুখি হলেও একে অপরের সঙ্গে কথা বলেননি, এড়িয়ে গেছেন তারা।

এই দু’জনের পাশাপাশি শাহরুখকে শুভেচ্ছা জানাতে আসা অতিথিদের তালিকায় ছিলেন নির্মাতা করণ জোহর, নৃত্যশিল্পী-পরিচালক ফারাহ খান, হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজানা খান, অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, সিদ্ধার্থ মালহোত্রা, অভিনেত্রী মালাইকা আরোরা, নেহা ধুপিয়া, আলিয়া ভাট, অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।