ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আহত শাহরুখকন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
আহত শাহরুখকন্যা শাহরুখ খান ও সুহানা খান (ছবি: সংগৃহীত)

দক্ষিণ মুম্বাইয়ের সমুদ্রশহর আলিবাগে বুধবার (১ নভেম্বর) হইচই করে পালিত হয়েছে শাহরুখ খানের ৫২তম জন্মদিন। বলিউড বাদশাকে শুভেচ্ছা জানাতে পার্টিতে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা। কিন্তু সেখানেই ঘটে গেলো দুর্ঘটনা। আহত হলেন শাহরুখের মেয়ে সুহানা খান।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পার্টির পর মধ্যরাতে সমুদ্রের পাড়ে বাইক রাইড করছিলেন তারকারা। শাহরুখের বাইকে ছিলেন দীপিকা পাড়ুকোন।

একটি বাইকে ছিলেন সিদ্ধার্থ-আলিয়া। অন্য একটি বাইকে আরিয়ানের পেছনে বসেছিলেন সুহানা। কিন্তু আরিয়ান ব্যালান্স হারিয়ে ফেললে বাইক থেকে পড়ে যায় সুহানা।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা যায়, ঘটনার পর ওই রাতেই চিকিৎসককে বাংলোতে ডেকে আনেন কিং খান। সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সুহানাকে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।