ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বেড়ে গেলো সাইফকন্যাকে দেখার অপেক্ষা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
বেড়ে গেলো সাইফকন্যাকে দেখার অপেক্ষা ‘কেদারনাথ’ ছবির দশ্যে সারা আলি খান

অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখছেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। এতে তার বিপরীতে রয়েছেন সুশান্ত সিং রাজপুত। ইতিমধ্যে এই জুটির রসায়ন দেখতে অধির আগ্রহে রয়েছেন দর্শক। কিন্তু রূপালি পর্দায় সারাকে দেখার জন্য ২০১৮ নয়, তাদের অপেক্ষা করতে হবে ২০১৯ পর্যন্ত।

২০১৮ সালের জুনে ‘কেদারনাথ’ ছবির মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু এখন তা পিছিয়ে ২০১৯ সাল করা হয়েছে।

সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

মুক্তির তারিখ পেছানোর কারণ ব্যাখ্যা করে প্রযোজক প্রেরণা আরোরা জানান, এটি অনেক বড় বাজেটের ছবি। এর বিশাল সেট তৈরি, ভিএফএক্স, কম্পিউটার গ্রাফিক্সসহ অন্যান্য কাজের জন্য অনেক সময় প্রয়োজন। উত্তরখন্ডে এর শুটিং শেষ করে মুম্বাইয়ে ফিরে আসেন তারা। কিন্তু সেসময় বর্ষাকাল থাকায় সেট তৈরি সম্ভব হয়নি। এ বছরের নভেম্বর-ডিসেম্বরে আবার এর কাজ শুরু হবে।  

তিনি আরও জানান, আগামী বছর ফেব্রুয়ারি মধ্যে মুম্বাইয়ে সেট তৈরির কাজ শেষ করা হবে। একই বছর এপ্রিল ও জুনের মধ্যে শুটিং সম্পন্ন করা হবে। তাই ২০১৯ সালের ২৬ জানুয়ারি ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।