ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন রূপে টাইগার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
নতুন রূপে টাইগার ‘বাঘি টু’ ছবিতে টাইগারের লুক

বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে টাইগার শ্রফের ভক্ত সংখ্যা ঈর্ষণীয়। মূলত, আকর্ষনীয় ফিটনেস এবং নাচের জন্যই ভক্তদের কাছে এতো প্রিয় জ্যাকি শ্রফের ছেলে। বর্তমানে ‘বাঘি’ ছবির সিক্যুয়েল ‘বাঘি টু’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন টাইগার।

ছবির দৃশ্যধারণ শুরুর আগেই ঘোষণা দেওয়া হয়েছিলো ‘বাঘি টু’তে ভিন্নরূপে হাজির হবেন বলিউডের এই অভিনেতা। ঠিক তেমনটাই হলো।

একদম অন্যরূপে হাজির হলেন তিনি। কেননা এবার আর বড় চুলের নয়, দেখা যাবে ছোট চুলের টাইগারকে।

সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ‘বাঘি টু’ ছবিতে টাইগারের লুকের একটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে- ছোট চুলের টাইগারকে। ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে ছবিটি।

গত ১৮ সেপ্টেম্বর পুণেতে শুরু হয়েছে আহমেদ খান পরিচালিত ‘বাঘি টু’ ছবির দৃশ্যধারণ। এতে টাইগারের সহশিল্পী হিসেবে দেখা যাবে প্রেমিকা দিশা পাতানিকে। এই প্রথম একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তারা। ২০১৮ সালের ২৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।