ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নির্বাচিত ৫০০ দর্শকের জন্য গাইবেন তাহসান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
নির্বাচিত ৫০০ দর্শকের জন্য গাইবেন তাহসান ছবি: বাংলানিউজ

‘কয়েকদিন ধরে আপনার ফোন বন্ধ ছিলো…’
-দেশের বাইরে ছিলাম।
‘আজ (৫ নভেম্বর) দুপুরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো আপনার?
-আমন্ত্রণ পেয়েছিলাম, যাওয়া হয়নি। এখন মেয়েকে সময় দিচ্ছি, ওর সঙ্গে খেলছি।
‘আজকাল নাটকের শুটিং একদমই করছেন না?’
-অনেক কিছুই করছি। ধীরে ধীরে সব জানাবো।

জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসানের সঙ্গে আলাপের সূত্রপাত এভাবেই। এ সময় বাংলানিউজকে নতুন কিছু তথ্য দিলেন তিনি।

দীর্ঘদিন পর ঈদুল ফিতরে নতুন একক অ্যালবাম প্রকাশ করেন তাহসান। ‘অভিমান আমার’ শীর্ষক অ্যালবামে নিজের পছন্দের গান রেখেছেন তাহসান। এরই মধ্যে শিরোনাম গানের ভিডিও প্রকাশ পেয়েছে। পাশাপাশি অধিকাংশ গানের লিরিক ভিডিও উন্মুক্ত করা হয়েছে বায়স্কোপ ও সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে। জিপি মিউজিক প্লেয়ারে এক্সক্লুসিভলি রিলিজ হওয়া অ্যালবামটির সফলতা উদযাপন করা হবে এবার। ‘অভিমান আমার সেলিব্রেশন কনসার্ট’-এর আয়োজন করা হয়েছে।    

জিপি মিউজিকে সর্বোচ্চ স্ট্রিম পয়েন্ট সংগ্রহকারী ৫০০ জন পাচ্ছেন তাহসানের কনসার্টের টিকিট। প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হবেন তারা। শীর্ষ ১০ জন স্ট্রিম পয়েন্ট সংগ্রহকারী পাচ্ছেন তাহসানের সঙ্গে ডিনার করার সুযোগও।

তাহসান জানান, ১১ নভেম্বর বিকেল ৪টায় গ্রামীনফোন কার্যালয়ে অনুষ্ঠিত হবে ‘অভিমান আমার সেলিব্রেশন কনসার্ট’। এতে নির্বাচিত ৫০০ দর্শকের জন্য গান পরিবেশন করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।