ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে সোনাক্ষির জবাব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
সালমানের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে সোনাক্ষির জবাব ‘দাবাং টু’ ছবির দৃশ্যে সালমান খান ও সোনাক্ষি সিনহা

সালমান খান ও সোনাক্ষি সিনহার দ্বন্দ্বের কথা শুনেছেন অনেকেই। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত আরবাজ খান প্রযোজিত ‘ডলি কি ডোলি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিলো সোনাকে। কিন্তু সেটি প্রত্যাখান করে দেন বলিউডের এই অভিনেত্রী। এরপর থেকেই শুরু হয় সালমান-সোনাক্ষির দ্বন্দ্ব।

এখানেই শেষ নয়, সালমান সোনাক্ষির ওপর এতোটাই নারাজ যে, তার সঙ্গে আর কখনও কাজ করতে চান না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। এ কারণেই নাকি ‘দাবাং’ সিরিজের ‘দাবাং থ্রি’ থেকে বাদ দেওয়া হয়েছে সোনাক্ষিকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হয় সোনাক্ষিকে। জবাবে তিনি হেসে হেসে বলেন, ‘আমি সালমানকে জিজ্ঞেস করবো যে, তার আর আমার কি দ্বন্দ্ব চলছে? আমার মতে, মানুষের এখন উচিত অন্য কিছু নিয়ে কথা বলা। এ বিষয়ে কথা বলে কোনও লাভ নেই। কারণ আমরা জানি আমাদের সম্পর্কটা কেমন। ’

সম্প্রতি মুক্তি পেয়েছে সোনাক্ষি সিনহার ‘ইত্তেফাক’ ছবিটি। অভয় চোপড়া পরিচালিত এই ছবিতে তার সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রা ও অক্ষয় খান্না।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।