ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়ার শুটিংয়ে দুর্ঘটনা, ফাঁস হলো স্থিরচিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
ঐশ্বরিয়ার শুটিংয়ে দুর্ঘটনা, ফাঁস হলো স্থিরচিত্র ছবি: সংগৃহীত

শুরু হলো রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘ফ্যানি খান’ ছবির দৃশ্যধারণ। মুম্বাইয়ের ফ্লোরা ফাউন্টেনে শুটিং শুরু করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অনিল কাপুর। ১৭ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন এই দুই তারকা।

এরই মধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে শুটিংয়ের কয়েকটি স্থিরচিত্র।  একটি ছবিতে দেখা যাচ্ছে, ট্যাক্সি ক্যাবের চালকের আসনে বসেছেন অনিল কাপুর।

তার পেছনে অ্যাশ।

এদিকে, শুটিং সেটে ঘটে গেছে একটি দুর্ঘটনাও। দুর্ভাগ্যবশত প্রথম দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন সহকারী পরিচালক। পরে তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।  

‘ফ্যানি খান’-এ একজন গায়িকার ভূমিকায় দেখা যাবে ৪৪ বছর বয়সী অ্যাশকে। সহশিল্পীর তালিকায় আরও আছেন রাজকুমার রাও। ২০১৮ সালের ১৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। সর্বশেষ করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে দেখা গেছে প্রাক্তন এই বিশ্বসুন্দরীকে।
 
বাংলাদেশ সময়: ১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।