ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তারার সহপাঠী তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
তারার সহপাঠী তারা আমির খান, সালমান খান, টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর, হৃতিক রোশন ও উদয় চোপড়া (ছবি: সংগৃহীত)

তারকাদের পর্দার বাইরের জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। পরিবারের সদস্য কিংবা বন্ধু— সবার সম্পর্কে জানতে চান পাঠকরা। এককালে সহপাঠী ছিলেন, এখন তারা সেলিব্রেটি, বলিউডে এই তালিকায় আছেন অনেকেই।

আমির খান-সালমান খান
পালি হিলসের সেন্ট অ্যানে’স স্কুলের দ্বিতীয় শ্রেণিতে একসঙ্গে পড়তেন মিস্টার পারফেকশনিস্ট এবং ভাইজান। শুনলে অবাক হবেন, তখন তারা নাকি একে অপরের সঙ্গে কথাও বলতেন না!

হৃতিক রোশন-উদয় চোপড়া
হৃতিক রোশন ও উদয় চোপড়া ছোটবেলার বন্ধু।

মুম্বাই স্কটিশ স্কুলে চতুর্থ শ্রেণিতে একসঙ্গে পড়তেন দু’জনে। একসঙ্গে খুনসুটিও নাকি করতেন উদয় ও ডুগ্গু (হৃতিকের ডাকনাম)। এমনকি কলেজেও সহপাঠী ছিলেন তারা।  

টুইংকেল খান্না-করণ জোহর
টুইংকেল খান্না ও করণ জোহর ছোটবেলার বন্ধু। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ নিজেদের বন্ধুত্ব নিয়ে দু’জনেই মুখ খুলেছেন। পড়াশোনা করেছেন এইসঙ্গে।

টাইগার শ্রফ-শ্রদ্ধা কাপুর
‘বাঘি’ ছবির অনস্ক্রিন রোমান্টিক জুটি টাইগার ও শ্রদ্ধা কিন্তু অফস্ক্রিনেও পরস্পরের ভালো বন্ধু। আমেরিকান স্কুল অফ মুম্বাইতে একসঙ্গে পড়াশোনাও করেছেন তারা।

অর্জুন কাপুর-বরুণ ধাওয়ান
বলিউডে কাছাকাছি সময়ে পা রেখেছেন এই দুই চকলেট বয়। কিন্তু অনেকেই জানেন না, অ্যাক্টিং স্কুলে দু’জনে একসঙ্গে পড়াশোনা করেছেন। রিয়েলিটি টক শো ‘কফি উইথ করণ’-এ নিজেদের বন্ধুত্বের কথা স্বীকার করেছেন বলিউডের এই দুই অভিনেতা।

আথিয়া শেঠি-কৃষ্ণা শ্রফ
সাহসী ফটোশুট করে খবরের শিরোনামে এসেছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা। মজার তথ্য হলো, একসঙ্গে পড়াশোনা করা কৃষ্ণা ও সুনীল শেঠির মেয়ে আথিয়া পরস্পরের খুব ভালো বন্ধু।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।