ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ্পির ‘কাঙাল’ ও ‘নায়ক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
বাপ্পির ‘কাঙাল’ ও ‘নায়ক’ বাপ্পি, ছবি: সংগৃহীত

সবশেষ ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে দেখা গেছে চিত্রনায়ক বাপ্পিকে। ছবিটি নিয়ে তার অসন্তোষ থাকলেও দর্শক এটি উপভোগ করেছেন। কাছাকাছি সময়ে বাপ্পিকে নিয়ে দুটি নতুন ছবির ঘোষণা এসেছে। এগুলোর নাম ‘কাঙাল’ ও ‘নায়ক’।

অপু বিশ্বাসের কামব্যাক ছবি হতে যাচ্ছে ‘কাঙাল’। এটি তৈরি করবেন বদিউল আলম খোকন।

অপুর নায়কের তালিকায় আছেন বাপ্পি ও ডিএ তায়েব।  

ছবিটির ব্যাপারে বাপ্পি বাংলানিউজকে বলেন, ‘অপু (বিশ্বাস) দিদির সঙ্গে অভিনয় নিশ্চয়ই দারুণ অভিজ্ঞতা হবে। কিন্তু সত্যি বলতে আমি এখনও চুক্তিবদ্ধ হইনি। আমার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। সব ঠিক থাকলে কাজ করতে কোনো আপত্তি নেই। ’

অন্যদিকে এরই মধ্যে বাপ্পি চুক্তিবদ্ধ হয়েছেন ‘নায়ক’ ছবিতে। ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় ছবিটির দৃশ্যধারণ শুরু হবে জানুয়ারিতে।  

বাপ্পি বলেন, “এটি একটি দারুণ গল্পের ছবি। ছবির নাম ‘নায়ক’ হলেও চরিত্রটি সিনেমার নায়ক নয়। ধনী পরিবারের এক তরুণ, যে কি-না সবখানে নায়কোচিতভাবে হাজির হয়, তার জীবনেও ট্রাজেডি আসে, এমন কাহিনি তুলে ধরা হবে ছবিটিতে। সব মিলিয়ে আমি প্রস্তুত হচ্ছি। ’

বাপ্পি জানান, ছবিটিতে নায়িকা হিসেবে প্রথম সারির কেউ থাকতে পারেন। এ ব্যাপারে নির্মাতা ভালো বলতে পারবেন।    
 
‘দুলাভাই জিন্দাবাদ’-এর পর বাপ্পি অভিনীত কয়েকটি ছবি আছে মুক্তির তালিকায়। এর মধ্যে অন্যতম হলো ‘আসমানী’, ‘দাগ’ ও ‘পলকে পলকে তোমাকে চাই’।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।