ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমার কিছু পাগলামি দেখতে পাবেন: আসিফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
আমার কিছু পাগলামি দেখতে পাবেন: আসিফ ছবি: সংগৃহীত

আজকাল শিল্পীরা নিজের গানে নিজেই মডেল হচ্ছেন। এর বাইরে নন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। তিনি বরং এক ধাপ এগিয়ে, কারণ অন্যের গানেও মডেল হয়েছেন। আবারও নতুন চমক নিয়ে আসছেন আসিফ। এবার নাকি ব্যতিক্রমী ‘লুক’ নিয়ে আসছেন নিজের নতুন গানের ভিডিওতে।

ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) সত্ত্বাধিকারী ধ্রুব গুহ জানান, ‘নেই প্রযোজন’ শিরোনামের গানের ভিডিওতে আসিফ হাজির হচ্ছেন প্রেমিক পাগল রকস্টারের ভুমিকায়।  

নিজের নতুন ‘লুক’ নিয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর বলেছেন- ‘এ রকম লুকে দর্শক আমাকে এর আগে দেখেনি।

গানটিতে দর্শক আমার কিছু পাগলামি দেখতে পাবেন। সত্যি বলতে, বিচ্ছেদের পর একজন প্রেমিকের অবস্থা ও তার কর্মকান্ডের প্রতিচ্ছবিই ফুটিয়ে তোলা হয়েছে গানটির ভিডিওতে। আশা করছি আমার ভক্তরা উপভোগ করবে গানটি। ’

‘আমার আর কিছু নেই প্রয়োজন/ তুমি ভালোই আছো জেনে গেছে মন’—এমন কথার গানটি লিখেছেন গোলাম কবির রনি। সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম। কণ্ঠ যথারীতি আসিফের।

‘নেই প্রযোজন’ গানটির শুটিং হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে। মৌমিতা বিশ্বাসের গল্পে ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। আসিফ আকবরের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে সুস্মিতা সিনহাকে। অচিরেই প্রকাশ হবে গান ও ভিডিও।  

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।