ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কানাডা থেকে বিয়ের খবর জানালেন আমব্রিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
কানাডা থেকে বিয়ের খবর জানালেন আমব্রিন স্বামীর সঙ্গে আমব্রিন

আলোচিত মডেল-অভিনেত্রী-উপস্থাপক আমব্রিন বিয়ে করেছেন। দেশে নয়, কানাডার টরন্টোতে ৪ নভেম্বর বিয়ের পিড়িতে বসেন তিনি। সেখান থেকে ফেসবুক পোস্টে জানিয়েছেন নতুন জীবনের খবর।

আমব্রিন ফেসবুকে লিখেছেন, ‘বন্ধুরা, কেমন আছেন? এবার বিপিএলে কেন আমি নেই?... ফেসবুকে অনেকেই আমাকে এই প্রশ্ন করছেন, জানতে চেয়েছেন, লিখেছেন অনেকেই নাকি আমাকে মিস করছেন! আপনাদের এই আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। কিন্তু এ মুহূর্তে আমি কানাডায়।

৪ নভেম্বর বিয়ে করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’ 

...আমব্রিনের স্বামী তৌসিফ আহসান চৌধুরী পরিবারের সঙ্গে কানাডায় বসবাস করছেন। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত তিনি। আমব্রিনের সঙ্গে আগে থেকেই তার জানাশোনা।  

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন আমব্রিন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় প্রশংসিত হন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।