ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার দিল্লিতে পূজার ‘ওয়াটারনেস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
এবার দিল্লিতে পূজার ‘ওয়াটারনেস’ ‘ওয়াটারনেস’-এর দৃশ্য

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে জল ও নারীর সম্পর্ক নিয়ে তৈরি ‘ওয়াটারনেস’কে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম ড্যান্স থিয়েটার। তুরঙ্গমীর প্রযোজনা হিসেবে ২০১৫ সালে এটি মঞ্চে নিয়ে আসেন পূজা সেনগুপ্ত।

এবার ভারতের দিল্লিতে আমন্ত্রণ পেয়েছে তুরঙ্গমী। ১১তম দিল্লি ইন্টারন্যাশনাল আর্টস ফেস্টিভ্যালে তারা মঞ্চস্থ করবেন ‘ওয়াটারনেস’।

এ উপলক্ষে ১৩ নভেম্বর তুরঙ্গমীর ১৪ সদস্যের দল দিল্লি যাচ্ছে। পরদিন স্থানীয় কামানী মিলনায়তনে ‘ওয়াটারনেস’-এর মঞ্চায়ন হবে।

‘ওয়াটারনেস’-এর পাণ্ডুলিপি লিখেছেন ধীমান ভট্টাচার্য। ৪৫ মিনিট ব্যপ্তির এই প্রযোজনার সংগীত পরিচালনা করেছেন সুমন সরকার। মূল ভাবনা, নৃত্য পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত।

পূজা বাংলানিউজকে জানান, ‘ওয়াটারনেস’-এর পরিবেশনায় তার পাশাপাশি অংশ নেবেন আতিক রহমান, আবু নাঈম, ইয়াসনা রহমান, শ্রেয়সী ত্রয়ী, সুস্মিতা লোপা, আফসানা দীপ্তি, জয়তী রায়, নূরে-সাবা নিশিথা প্রমুখ। আলোক প্রক্ষেপণে রয়েছেন হেন্ড্রী সেন।

সবশেষ সেপ্টেম্বরে ভিয়েতনামের একটি আন্তর্জাতিক উৎসবে তুরঙ্গমী প্রযোজনা ‘অনামিকা সাগরকন্যা’ মঞ্চস্থ হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।