ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভোট চাইছেন জেসিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
ভোট চাইছেন জেসিয়া জেসিয়া ইসলাম

১৮ নভেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’র চূড়ান্ত পর্ব। যেখানে ঘোষণা করা হবে বিশ্বের সেরা সুন্দরীর নাম। বিশ্বের ১২০টি দেশ থেকে আসা সুন্দরীরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। বাংলাদেশের হয়ে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ বিজয়ী জেসিয়া ইসলাম।

এরই মধ্যে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ অংশ নিয়েছেন জেসিয়া। ১ নভেম্বর থেকে এই চ্যালেঞ্জে অংশ নিতে হচ্ছে জেসিয়াকে।

এরই মধ্যে দর্শকদের আরও সম্পৃক্ত করতে শুরু হয়েছে ভোট। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জন্য ভোট চেয়েছেন এই সুন্দরী।

ফেসবুকে http://www.missworld.com/#/contestants/4889 এই লিংকটি শেয়ার করে জেসিয়া লিখেছেন, ‘ভোট এবং শেয়ার করতে থাকুন। বাংলাদেশকে জয়ী করতে ভোট দিতে থাকুন আপনারা। এই লিংকটি বেশি বেশি করে শেয়ার করুন। ’

১৫.১৫ শতাংশ ভোট পেয়ে নিজের যোগ্যতা জানান দিচ্ছেন জেসিয়া। তিনি রয়েছেন দ্বিতীয় অবস্থানে। ভোটের শীর্ষ তিনজন হলেন নেপালের নিকিতা চন্দ্রক (১৯.৮৮), জেসিয়া ইসলাম (১৫.১৫) ও মঙ্গোলিয়ার এনখজিন (১১.১৬)। চতুর্থ দেশ ব্রাজিল (৪.৮৮) ও পঞ্চম স্থানে আছে ভেনিজুয়েলা (৫.৯)। ভোটের ফলাফল মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করছে।

মিস ওয়ার্ল্ড আয়োজক কমিটির নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি ‘দ্য গ্রেট প্যাজেন্ট কমিউনিটি ডট কম’ নামক একটি অনলাইন সংস্থা গণভোটের আয়োজন করেছে। সেখানে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে যে কেউ অংশ নিয়ে নিজের পছন্দের সুন্দরীকে ভোট দিতে পারবেন। এই গণভোটে অংশগ্রহণ করতে পারবেন যে কেউ, ভোট দেওয়া যাবে যতো খুশি ততো।

এই অনলাইন সংস্থাটি হলো- https://thegreatpageantcommunity.com/2017/10/04/vote-miss-world-2017-win/ এরই মধ্যে অনলাইন ভোটে বাংলাদেশ চলে এসেছে প্রথম অবস্থানে। আর সে বিবেচনায় দর্শকদের ভোটে এগিয়ে আছেন জেসিয়া।

এদিকে ‘হেড টু হেড’ চ্যালেঞ্জ-এর জন্য বাংলাদেশসহ ১২০ দেশের প্রতিযোগীকে ভাগ করা হয়েছে ২০টি দলে। প্রতি গ্রুপে রয়েছেন ছয় জন। এর মধ্যে জেসিয়া আছেন গ্রুপ সিক্সে। এই গ্রুপে তার প্রতিদ্বন্দ্বী ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বোতসোয়ানার সুন্দরীরা।

কে কোন গ্রুপে থাকবেন তা নির্ধারিত হয়েছে ৩১ অক্টোবর চীনের ওভারসিস চাইনিজ টাউন ইস্ট শেনজেনে ড্রয়ের মাধ্যমে। এবারই প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যুক্ত হয়েছে এই বিভাগ। এই বিভাগের ফল থেকেই চূড়ান্ত হবে ‘ফাইনাল ফোর্টি’।

** ‘হেড টু হেড’ চ্যালেঞ্জে জেসিয়া:

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।