ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীরের ফুফাতো ভাইয়ের কারণে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
রণবীরের ফুফাতো ভাইয়ের কারণে… রণবীরের ফুফাতো ভাই আরমান ও আদার জৈনের সঙ্গে দীপিকা পাড়ুকোন

বিতর্ক সত্ত্বেও জনপ্রিয়তার শীর্ষে ‘পদ্মাবতী’। চার কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছে ছবির ট্রেলার। সংখ্যাটা ক্রমেই বেড়ে চলেছে। জনপ্রিয়তার শীর্ষে দীপিকার ‘ঘুমর’ গানও।

এ উপলক্ষে ৫ নভেম্বর আয়োজন করা হয়েছিলো ‘সাকসেস পার্টি’র। যেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী ও অন্য তারকারা।

সেখানেও দীপিকার পিছু ছাড়লো না বিতর্ক। তার সঙ্গে জড়িয়ে পড়লো প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের ফুফাতো ভাই আদার জৈনের নামও।

ঋষি কাপুরের বোন রীমা জৈনের ছোট ছেলে আদার। ‘কয়েদি ব্যান্ড’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। বক্স অফিসে ভালো ব্যবসা করেনি ছবিটি। তবে আদারের বন্ধু সংখ্যা প্রচুর। এর মধ্যে রয়েছেন দীপিকাও।

পার্টি চলাকালীন বন্ধুদের সঙ্গে ক্যামেরায় পোজ দিয়েছেন দীপিকা। এরই কয়েকটি স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে অন্তর্জাল দুনিয়ায়। যেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, আদার দীপিকার গালে চুমু দিচ্ছেন। এ নিয়েই বিতর্ক।

অনেকেই দীপিকাকে মাতাল বলেও সম্বোধন করছেন। আবার কেউ কেউ বলেছেন, আদারের মাধ্যমেই প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছেন দীপিকা।

সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’তে দীপিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন শহিদ কাপুর ও রণবীর সিং। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।