ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ছুঁয়ে দিলে মন’-এর পর…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
‘ছুঁয়ে দিলে মন’-এর পর… ছবি: বাংলানিউজ

জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর আলোচিত ছবি ‘ছুঁয়ে দিলে মন’। নাট্যনির্মাতা শিহাব শাহীনের অভিষেক ছবি এটি। ২০১৫ সালে মুক্তি পেয়েছিলো ‘ছুঁয়ে দিলে মন’। এবার নতুন চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন শিহাব শাহীন ও আরিফিন শুভ।

শিহাব শাহীনের পরিচালনায় দ্বিতীয়বারের মতো অভিনয় করতে চলেছেন শুভ— এই তথ্য জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। ছবিটি প্রযোজনা করবে জাজ।

তিনি বলেন, “শিহাব শাহীনের গল্প ‘লক’ করা হয়েছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে। ছবিটিতে অভিনয় করবেন শুভ। ”

৭ নভেম্বর ফেসবুকে লাইভে এসেছিলেন আবদুল আজিজ। এ সময় তিনি আরও কিছু পরিকল্পনার কথা বলেন। জানালেন নতুন বছরে ‘আঁধার থেকে আঁধারে’ নামে একটি ছবিতে তাকে অভিনয়ে দেখা যেতে পারে।  

সব ঠিক থাকলে ‘ধ্যাততেরিকি’র পর আবারও জাজের ছবিতে দেখা যাবে শুভকে। ‘ঢাকা অ্যাটাক’-এর প্রচারে এখন তিনি আছেন প্যারিসে। এরই মধ্যে খবর এলো, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘বেসিক আলী’ নামের ছবিটি করছেন না আলোচিত এই নায়ক।    

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।