ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বুশরার নায়ক ওম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বুশরার নায়ক ওম বুশরা ও ওম, ছবি: সংগৃহীত

ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা মডেল হয়েছিলেন বুশরা শাহরিয়ারের একটি গানে। এবার এই গায়িকার মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ওপার বাংলার নায়ক ওম।  

নিজের কথা-সুরে বুশরার নতুন সিঙ্গেল ‘তোমার আমার গল্প’।  এতে তার সহশিল্পী বলিউডের গায়ক শান, সংগীতায়োজনে স্যাভি।

এই গানটির ভিডিওতে গায়িকার বিপরীতে মডেল হয়েছেন ওম।

তরুণ প্রজন্মের আলোচিত গায়িকা বুশরা বলেন, ‘এই মিউজিক ভিডিওতে একটি এরেঞ্জ ম্যারেজের গল্প তুলে ধরা হয়েছে। গানটির শুটিং হয়েছে কলকাতার মন্দারমনি সমুদ্র সৈকত ও এর আশপাশের জায়গায়। ’

ওমকে নিয়ে বুশরা বলেন, ‘কাজের ক্ষেত্রে ওম খুব আন্তরিক। ও ভীষণ ভাল নাচে এবং অভিনয় করে। তাই ওর অভিনয়ের সাথে তাল মেলাতে গিয়ে আমাকে বেশ কষ্টই করতে হয়েছে। তবে ওম খুব সাহায্য করেছেন আমাকে। “

‘তোমার আমার গল্প’ মিউজিক ভিডিওটি তৈরি করেছেন ঋক বসু। নভেম্বরের শেষ সপ্তাহে দুই বাংলার টিভি চ্যানেল ও ইউটিউবে উন্মুক্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।