ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্ষমা চাইলেন মাহিরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
ক্ষমা চাইলেন মাহিরা ছবি: সংগৃহীত

কিছুদিন আগে অন্তর্জাল দুনিয়ায় ভাইরাল হয়েছিলো রণবীর কাপুর ও মাহিরা খানের কয়েকটি স্থিরচিত্র। যেখানে বলিউডের এই দুই তারকাকে নিউ ইয়র্কের পথে একসঙ্গে ধুমপান করতে দেখা গিয়েছিলো। এ কারণে বেশ সমালোচিত হতে হয়েছে তাদের।

সেই ছবি নিয়ে রণবীর মুখ খুললেও এতোদিন চুপ ছিলেন মাহিরা। এবার এক সাক্ষাৎকারে সে ভাইরাল ছবি নিয়ে কথা বললেন পাকিস্তানী এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মাহিরা জানান, ‘ছবি নিয়ে মানুষের সমালোচনায় আমিও ভেঙে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না কিভাবে সামাল দেবো। ’

তিনি আরও বলেছেন, ‘আমি জানি সমস্যাটা কোথায়। কারা সমালোচনা করেছিলেন। আমি সমালোচনা নিয়ে কথা বলছি না। তবে সত্যি যারা এই ঘটনায় হতাশ হয়েছিলেন আমি তাদের কথা বলছি। আমার দিদা এবং মামাও খুব দুঃখ পেয়েছিলেন। আমি তাদের কাছেও ক্ষমা চেয়েছি এবং আপনাদের কাছেও ক্ষমা চাইছি। ’

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।