ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একসঙ্গে আনুশকা ও সাইফকন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
একসঙ্গে আনুশকা ও সাইফকন্যা আনুশকা শর্মা ও সারা আলি খান (ছবি: সংগৃহীত)

প্রাক্তন দম্পতি অমৃতা সিং ও সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখছেন তিনি। এতে তার সহশিল্পী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিছুদিন আগে ভারতের উত্তরাখন্ডে শুরু হয়েছে ছবিটির শুটিং। এরই মধ্যে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে গেলেন সারা।

শোনা যাচ্ছে- বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রযোজিত পরবর্তী ছবিতে দেখা যাবে সারাকে। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন সাইফকন্যা।

তবে নতুন ছবিটির নাম এখনও ঘোষণা করা হয়নি।

এটি হবে আনুশকার প্রযোজিত চতুর্থ ছবি। এর আগে ‘ফিল্লরি’, ‘এনএইচ টেন’ ও ‘পরী’ ছবি তিনটি প্রযোজনা করেছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।

বর্তমানে ‘পরী’ ছবি নিয়ে কাজ করছেন আনুশকা শর্মা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।