ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যেকোনো সময় বাজবে কারিশমার বিয়ের সানাই!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
যেকোনো সময় বাজবে কারিশমার বিয়ের সানাই! কারিশমা কাপুর (ছবি: সংগৃহীত)

দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে কারিশমা কাপুরের। কিন্তু সন্দিপের প্রথম স্ত্রী ড. আশ্রিতা তাকে (সন্দীপ তোশনিওয়াল) তালাক না দেওয়ায় বিয়ে করতে পারছিলেন না এই জুটি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বুধবার (০৮ নভেম্বর) বান্দ্রার একটি পারিবারিক আদালতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে সন্দীপ-আশ্রিতার। তাই এখন যেকোনো সময় বেজে উঠতে পারে কারিশমা-সন্দীপের বিয়ের সানাই।

এর আগে ২০১৬ সালের জুনে স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে ১৩ বছরের সংসারের ইতি টানেন লোলো (কারিশমা কাপুরের ডাকনাম)। প্রাক্তন এই দম্পতির সামিরা (মেয়ে) ও কিয়ান (ছেলে) নামে দুই সন্তান রয়েছে।  

বলিউডে ‘রাজা হিন্দুস্তানি’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বিবি নাম্বার ওয়ান’ ও ‘জুবেইদা’র মতো ছবিতে অভিনয় করে খ্যাতি পেয়েছেন কারিশমা। তাকে সবশেষ ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’-এর মাধ্যমে রূপালি পর্দায় দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।