ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লোকসংগীত উৎসবে বাংলাদেশের মান সমুজ্জ্বল হচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
লোকসংগীত উৎসবে বাংলাদেশের মান সমুজ্জ্বল হচ্ছে বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: আন্তর্জাতিক লোক সংগীত উৎসবের মধ্য দিয়ে দেশের লোকজ সংস্কৃতি বিদেশে ছড়িয়ে যাচ্ছে। এর ফলে বর্হিবিশ্বের কাছে বাংলাদেশের মান আরো সমুজ্জ্বল হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, বিদেশী লোকজ সংস্কৃতির গানগুলো এ আয়োজনের মধ্য দিয়ে প্রকাশের যে দারুন সুযোগ পাচ্ছে, সেটাও অনন্য।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৭ উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সে তুলনায় বাংলার সংস্কৃতি এখনো উন্নত হয়নি।

এ আয়োজন বাংলার সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার এক বিশাল আয়োজন।

বাংলার সংস্কৃতির উন্নয়নের জন্য আগামীতে আরো বেশি পদক্ষেপ নেওয়া উচিত বলে মত দেন তিনি।

গ্রামবাংলার মানুষের জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রেম-অভিমান বন্দনার অন্যতম মাধ্যম হলো- লোকসংগীত। দেশের শেকড়ের মতো তা ছড়িয়ে থাকে আমাদের গভীরে। আর সে গভীরতার বাঁকে বাঁকে আটকে থাকে সংস্কৃতির উৎসমূল।

সে উৎসমূলের সন্ধানেই বৃহস্পতিবার (৯ নভেম্বর) পর্দা উঠলো ঢাকা আন্তর্জাতিক লোকসগীত উৎসব ২০১৭। ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজনের প্রথম দিন এ মঞ্চে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের শাহবুদ্দিন ও বাউলিয়ানা।

এ ছাড়া ভারতের পাপন, ব্রাজিলের মেরিসিও ও তিব্বতের তেনজিন চো’য়েগাল ছিলেন মঞ্চের অন্যতম নায়ক।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।