ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমান-ঐশ্বরিয়া মুখোমুখি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
সালমান-ঐশ্বরিয়া মুখোমুখি! সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

এক সময় চুটিয়ে প্রেম করলেও আজ তারা প্রাক্তন। সম্পর্কের পাট চুকে যাওয়ার পর কেউ কারও ছায়া পর্যন্ত মাড়াচ্ছেন না। কথা হচ্ছে, বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে।

শোনা যাচ্ছে, এবার মুখোমুখি হতে যাচ্ছেন পর্দা ও পর্দার বাইরের একসময়ের এই জুটি। তবে বাস্তবে নয়, বক্স অফিসে।

সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

জানা যায়, ২০১৮ সালের ১৫ জুন মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘রেস থ্রি’। চমকপ্রদ তথ্য হলো, ওই একই দিনে মুক্তি পাবে ঐশ্বরিয়া অভিনীত ‘ফ্যানি খান’ও।

‘রেস থ্রি’ ছবির কলাকুশলীরাবৃহস্পতিবার (৯ নভেম্বর) মুম্বাইয়ে শুরু হয়েছে ‘রেস থ্রি’ ছবির দৃশ্যধারণ। সিরিজের তৃতীয় কিস্তি এটি। ছবিটিতে সালমানের পাশাপাশি আরও রয়েছেন ববি দেওল, জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, সুরজ পাঞ্চোলি প্রমুখ। কিছুদিন আগে ‘ফ্যানি খান’ ছবির কাজ শুরু করেছেন অ্যাশ। এতে তার সহশিল্পী অনিল কাপুর ও রাজকুমার রাও।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।