ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বাহুবলী’কে ছাড়িয়ে গেলো ‘টাইগার জিন্দা হ্যায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
‘বাহুবলী’কে ছাড়িয়ে গেলো ‘টাইগার জিন্দা হ্যায়’ ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘বাহুবলী’ ছবির পোস্টার

বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’। এটি ২০১২ সালের মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। ৬ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। ৩ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে টানটান উত্তেজনা ও অ্যাকশন। ইতিমধ্যে এটি দেখা হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার বারের বেশি।

চমকপ্রদ তথ্য হলো, মুক্তির আগেই নাকি প্রভাসের ‘বাহুবলী’র রেকর্ড ভেঙে দিলো সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’। সম্প্রতি এমনটাই জানিয়েছেন পরিচালক আলি আব্বাস জাফর।

এ প্রসঙ্গে তিনি জানান, ‘বাহুবলী’র রেকর্ড ভেঙে দিয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’। কারণ ‘বাহুবলী’র ট্রেলার প্রকাশের পর মাত্র চারদিনে সেটিতে পড়েছিলো ৫ লাখ ৪১ হাজারের বেশি লাইক। যেখানে ‘টাইগার জিন্দা হ্যায়’তে পড়েছে ৬ লাখ ৪৮ হাজারের বেশি লাইক।

তিনি আরও জানান, ‘এক থা টাইগার’-এর তুলনায় অনেকটাই বড় ক্যানভাসের ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি। সংশ্লিষ্টরা জানান, ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস গড়বে এটি।

২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘টাইগার জিন্দা হ্যায়’। এতে সালমানের সহশিল্পী প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

** ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।