ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রভাসের জন্য করণকে ফিরিয়ে দিলেন আনুশকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
প্রভাসের জন্য করণকে ফিরিয়ে দিলেন আনুশকা! করণ জোহর, আনুশকা শেঠি ও প্রভাস

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো করণ জোহর প্রযোজিত একটি ছবিতে অভিনয় করবেন ‘বাহুবলী’খ্যাত তারকা আনুশকা শেঠি। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আনুশকা। এটি একটি কারণ, আছে অন্য কারণও।

এ প্রসঙ্গে করণের একটি ঘনিষ্ঠসূত্র জানান, করণের একটি প্রজেক্টে কাজ করার কথা ছিলো আনুশকার। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় সেটি ফিরিয়ে দেন তিনি।

তবে ধারণা করা হচ্ছে, তার প্রেমিক প্রভাসকে না নেওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী।

প্রসঙ্গত, করণ প্রযোজিত ছবির মাধ্যমে বলিউড অভিষেক হওয়ার কথা ছিলো প্রভাসের। কিন্তু ২০ কোটি রুপি পারিশ্রমিক চাওয়ায় ‘বাহুবলী’ তারকাকে নিয়ে কাজ করার পরিকল্পনা বাদ দেন করণ।

এদিকে দীর্ঘদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে প্রভাস-আনুশকার। কিন্তু প্রেমের সম্পর্ক নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।

এবারই প্রথম নয়, এর আগে অজয় দেবগণের ‘সিংহাম’ ও ‘গোলমাল’ ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন আনুশকা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।