ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুন্দরমের ২০বছর পূর্তিতে পাঁচ দিনব্যাপী উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
সুন্দরমের ২০বছর পূর্তিতে পাঁচ দিনব্যাপী উৎসব সুন্দরমের ২০বছর পূর্তিতে পাঁচ দিনব্যাপী উৎসব

পটুয়াখালী: পটুয়াখালীর সাংস্কৃতিক ও নাট্য সংগঠন সুন্দরমের ২০বছর পূর্তি উপলক্ষে পাঁচদিন ব্যাপী উৎসবের ঘোষণা করা হয়েছে। 

সুন্দরম সভাপতি প্রফেসর এম নুরুল ইসলামের সভাপতিত্বে উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রফেসর একেএম শহীদুল ইসলাম পাঁচদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের ঘোষণা দেন।  

শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সুন্দরম সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় উৎসব ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য সালমা জাহান, অ্যাডভোকেট শহিদুল ইসলাম মৃধা, অ্যাডভোকেট উজ্জল বোস, জেলা আওয়ামী লীগ নেতা গাজী হাফিজুর রহমান শবীর, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার দাশগুপ্ত ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীন।

অনুষ্ঠানের শেষে সুন্দরমের ২০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।

সুন্দরম সভাপতি প্রফেসর এম নুরুল ইসলাম জানান, ১৯ থেকে ২৩ ডিসেম্বর সুন্দরম মুক্ত মঞ্চে পাঁচ দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। সেখানে আয়োজন করা হবে সাংস্কৃতিক মেলার। দেশের খ্যাতিনামা অভিনেতা, শিল্পীরা সেখানে অনুষ্ঠান পরিবেশন করবেন। পাঁচ দিনব্যাপী উৎসব সফল করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সুন্দরমের সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স জানান, ১৯৯৬ সালের ১১ নভেম্বর উদ্যোমী কিছু তরুণ মিলে পটুয়াখালী সরকারি কলেজের মাঠ থেকে যাত্রা শুরু করেন সুন্দরম নামে একটি সংগঠনের। নাট্য চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সুন্দরম। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে                                                                                                                                                                                                                                        সুন্দরম বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য পদ লাভ করেছে।  

গণসংগীত সমন্বয় পরিষদ, আবৃত্তি সমন্বয় পরিষদ, পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সদস্য পদ লাভের পাশাপাশি দেশের গন্ডি পেরিয়ে ভারতে আমন্ত্রণ পেয়েছে নাটক মঞ্চস্থ করার। প্রতি বছর জাতীয় নাট্য উৎসব, সাংস্কৃতিক উৎসবে নিয়মতি পটুয়াখালীর লোক ঐতিহ্য সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান করার আমন্ত্রণ পায় সুন্দরম।  

জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ড পরিচালনায় সুন্দরম ইতিমধ্যে পটুয়াখালীতে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে।

১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২০ বছরে ১৮টি নাটক প্রযোজনা করেছে সুন্দরম। সৈয়দ শামসুল হকের কালজয়ী কাব্য নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট অবলম্বনে দর্পনসহ পটুয়াখালীতে দর্শনীর বিনিময়ে নাটক মঞ্চায়ন করেছে সুন্দরম।

বর্তমানে সুন্দরমের ১৯তম প্রযোজনা টিপকলের মহড়া চলছে। স্বল্প সময়ের মধ্যে এটি মঞ্চায়ন করা হবে বলে নিশ্চিত করেছে সুন্দরম।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।