ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আয় নেমে আয় হাওয়াই মিঠাই’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
‘আয় নেমে আয় হাওয়াই মিঠাই’ (ভিডিও) এহসান রাহী, মডেল ইভানা ও ইরফান সাজ্জাদ

‘একটু কি ভেবে বলবে তুমি/ভালোবাসতে কেমন লাগে’— এমন কথার গান দিয়ে নজর কেড়েছিলেন গায়ক এহসান রাহী। এরপর গেয়েছেন ব্যতিক্রমী কথার আরও কিছু গান। এরই ধারবাহিকতায় এবার কণ্ঠে তুললেন ‘হাওয়াই মিঠাই’।

শীত-কুয়াশাকে উপেক্ষা করে গানে গানে বৃষ্টির গল্প বলেছেন রাহী। গানের কথার মতো ভিডিওতেও থাকছে বৃষ্টির উপস্থিতি।

‘হাওয়াই মিঠাই’ তৈরি করেছেন ভিকি জাহেদ।
 
‘হাওযাই মিঠাই’ মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ইরফান সাজ্জাদ ও পারশা ইভানা। গানটি লিখেছেন মাহি ফ্লোরা, শিল্পীর দেওয়া সুরে তারই সঙ্গে সংগীতায়োজন করেছেন শুভ দাস। ১১ নভেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘হাওয়াই মিঠাই’।  

 এহসান রাহী বলেছেন, ‘সবাই মিলেই খুব যত্ন করে কাজটি করেছি। চেষ্টা করেছি একটি ভালো কাজ করার। ’

মডেল ইরফান সাজ্জাদ বলেন, ‘অসাধারণ একটি বৃষ্টির গান এটি। আর গল্পটিও মুগ্ধ হওয়ার মতো। কাজটি করে মানসিক প্রশান্তি পেয়েছি। এমন কাজ আরও করতে চাই। ’  
 
* ‘হাওয়াই মিঠাই’-এর ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।