ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাজকুমারের বিয়ে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
রাজকুমারের বিয়ে! রাজকুমার ‍রাও ও পত্রলেখা। ছবি: সংগৃহীত

এ বছর একের পর এক ব্যবসা সফল ছবি দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন রাজকুমার রাও। এমনকি তার অভিনীত ‘নিউটন’ মনোনয়ন পেয়েছে অস্কারে। বতর্মানে রাকেশ ওম প্রকাশ মেহরার ‘ফ্যানি খান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলিউডের এই অভিনেতা। আর এরই মধ্যে শোনা যাচ্ছে তার বিয়ের গুঞ্জন।

দীর্ঘদিন ধরেই অভিনেত্রী পত্রলেখার সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে ‘সিটিলাইট’খ্যাত এই তারকার। এমনকি প্রেমের সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছেন এই তারকা জুটি।

এবার শুধু তাদের বিয়ের কার্ড দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তবে এখনই বিয়ে করছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজকুমার।

এ প্রসঙ্গে ‘হামারি আধুরি কাহানি’খ্যাত এই তারকা সংবাদ মাধ্যমে জানান, ‘এখনই বিয়ে করছি না। কেননা আমাদের দু’জনের এখন ক্যারিয়ারের দিকে নজর রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আপাতত বিয়ে নিয়ে চিন্তা করছি না। তবে হ্যাঁ বিয়ে নিশ্চয়ই হবে। ’

১০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমার রাও অভিনীত ‘সাদি ম্যায় জরুর আনা’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কৃতি খারবান্দা। ইতোমধ্যে সাড়ে সাত কোটি রুপি আয় করেছে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বিএসকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।