ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জন্মদিনে যেমন সাজলো আরাধ্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
জন্মদিনে যেমন সাজলো আরাধ্য জন্মদিনের সাজে আরাধ্য

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ষষ্ঠ জন্মদিন উদযাপন করলো অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের দম্পতির চোখের মনি আরাধ্য।

মেয়ের জন্মদিন উপলক্ষে বচ্চন পরিবারের পুরনো বাংলো ‘প্রতীক্ষা’য় এক জঁমকালো পার্টির আয়োজন করেন এই তারকা দম্পতি। জন্মদিনে গোলাপি রঙা একটি ফ্রক গায়ে সবার নজর কাড়ে ছোট্ট আরাধ্য।

দেখতে অনেকটা রাজকন্যার মতোই লাগছিলো বিশ্ব সুন্দরীর কন্যাকে।

জন্মদিনে আরাধ্য এক বন্ধুর সঙ্গে খোশমেজাজে
পার্টিতে শুধু উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন ও বচ্চন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু-শুভানুধ্যায়ীরা। এছাড়া আরাধ্যর কয়েকজন বন্ধুকেও দেখা গেছে সেখানে।  

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আরাধ্যর জন্মদিনের কয়েকটি ছবি শেয়ার করেছেন বাবা অভিষেক বচ্চন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমাদের ছোট রাজকন্যা। ’

বাঁয়ের ছবিতে নানি ও মায়ের সঙ্গে আরাধ্য।  পাশের ছবিতে বাবা ও দাদুভাইএর আগে নাতনির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন তার ব্লগে লেখেন, ‘আমাদের ছোট্ট সোনামণির জন্মদিন। সে আমাদের বাড়িতে ও বচ্চন পরিবারের জন্য পরম সৌভাগ্য বয়ে এনেছে। তার ষষ্ঠ জন্মদিন উদযাপন করতে যাচ্ছি। ও আমাদের বোঝায় যে, বেশ বড় হয়ে গেছে! বয়সটা যদিও ৬ বছর। কিন্তু আমাদের অনেকের কাছে সে ৬০ বছরের বুড়ি! হাহাহাহা!!!’ 

বিগ বি ব্লগে আরও লেখেন, ‘আরাধ্য আমাদের সারাবাড়িতে সুখের হাওয়া বইয়ে দিয়েছে। সে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে কখনও কখনও পরিণতদের চেয়েও পাকা মনে হয় তাকে। আরাধ্যকে যারা আমাদের দিয়েছে, তাদের প্রতি ভালোবাসা রইলো। ’
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
বিএসকে/এইচএ/

** আরাধ্যকে বচ্চন পরিবারের ‘সৌভাগ্য’ বললেন অমিতাভ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।