ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৩০ মিনিটে আয় ১২ কোটি রুপি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
৩০ মিনিটে আয় ১২ কোটি রুপি! প্রিয়াঙ্কা চোপড়া (ফাইল ফটো)

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও সমান নন্দিত। বর্তমানে আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র তৃতীয় কিস্তির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কিছুদিন আগে শেষ করেছেন ‘অ্যা কিড লাইক জ্যাক’ এবং ‘ইজন্ট ইট রোমান্টিক’ নামে দু’টির ছবির কাজ।

সম্প্রতি আমেরিকায় নতুন বাড়ি কিনে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। এবার আরও একবার শিরোনামে উঠে এসেছে তার নাম।

 

প্রিয়াঙ্কা চোড়পা ফটোশুটেশোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কাকে। যেখানে মাত্র ৩০ মিনিটি পারফর্ম করতে হবে ‘দেশি গার্ল’কে। এ জন্য পারিশ্রমিক হিসেবে তাকে দেওয়া হবে ১২ কোটি রুপি।

ভারতে একটি ছবিতে অভিনয়ের জন্য সাধারণত ১২-১৫ কোটি রুপি নিয়ে থাকেন অভিনেত্রীরা। আর সেখানে মাত্র ৩০ মিনিট পারফর্ম করেই ১২ কোটি রুপি পেয়ে যাবেন প্রিয়াঙ্কা।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
বিএসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।