ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন ছাত্রদের জন্য খুলে গেলো কলেজের দরজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
নতুন ছাত্রদের জন্য খুলে গেলো কলেজের দরজা স্টুডেন্ট অব দ্য ইয়ার টু এর পোস্টার

খুব শিগগিরই শুরু হবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার সিক্যুয়েল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’-এর কাজ। বেশ কিছুদিন আগে এমনটাই ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন সে কথা।

সোমবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’-এর একটি পোস্টার শেয়ার করেছেন করণ জোহর। যেখানে দেখা যাচ্ছে, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ লেখাটির উপর শুয়ে আছেন টাইগার শ্রফ।

এর ক্যাপশনে করণ লিখেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি চলবেই। নতুন ছাত্রদের জন্য খুলে গেলো কলেজের দরজা। ’

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ পরিচালনা করবেন পুণিত মালহোত্রা। এতে টাইগারের সহশিল্পী হিসেকে কে থাকবেন তা এখনও জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে- টাইগারের প্রেমিকা দিশা পাতানি, সারা আলি খান অথবা অন্যন্যা পাণ্ডেকে দেখা যেতে পারে।

২০১২ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিলো ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। যেখানে তিন নতুন মুখ বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটকে হাজির করেছিলেন করণ জোহর।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
বিএসকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।