ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিশ্ব টেলিভিশন দিবসে আনন্দ শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
বিশ্ব টেলিভিশন দিবসে আনন্দ শোভাযাত্রা বিশ্ব টেলিভিশন দিবসে সমাবেশ

ঢাকা: বিশ্ব টেলিভিশন দিবস উদযাপন করলো ‘টেলিভিশন প্রডিউসারস অ্যাসোসিয়েশন (টিপিএ)’।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টায় একুশে টেলিভিশনের সামনে থেকে টিপিএর উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়ে এফডিসি পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। পরে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন টেলিভিশন ক্যামেরাপারসন অ্যাসোসিয়েশন-টিসিএ’র সভাপতি তানভীর হোসেন, ইলেক্ট্রোনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন-ইমমা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, ব্রডকাস্ট জার্নালিস্ট ও উপস্থাপক মঞ্জুরুল আলম পান্না, ভিডিও এডিটর অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য শওকত আলী রানা, আলী হাসান রুপম, টেলিভিশন প্রডিউসারস অ্যাসোসিয়েশন-টিপিএ’র সংগঠক কামরুজ্জামান রঞ্জু, নাগরিক টিভির উষ্ণীষ চক্রবর্তী, এনটিভির প্রযোজক মৃণাল দত্ত, দীপ্ত টিভি’র প্রযোজক সাইদুর রহমান পাভেল, এটিএন বাংলার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আসলাম শিকদার, সময় টিভি’র প্রযোজক ইসরাফিল শাহীন, এশিয়ান টিভি’র প্রযোজক বাবুল আখতার, চ্যানেল টুয়েন্টিফোরের প্রযোজক শামীম আহসান, বাংলা টিভি’র প্রযোজক শাওন রায় চৌধুরী, একুশে টিভি’র প্রযোজক সোহাগ মাসুদ, চ্যানেল নাইনের প্রযোজক সাজ্জাদ শুভ, যমুনা টিভি’র প্রযোজক সরকার পাপ্পু, একাত্তর টিভি’র প্রযোজক আরিফুর রহমান, আরটিভি’র প্রযোজক আমীর খসরু, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রযোজক রাশেদুল আহসান, প্রযোজক ও নাট্য নির্মাতা দীপু হাজরা, দুরন্ত টিভির আরাফাত সেতু, নিউজ টুয়েন্টিফোরের মেহমুদ খোকন, এসএটিভি’র প্রযোজক রেজা করিম রেজা, মাছরাঙ্গা টেলিভিশনের প্রযোজক কাজী জাহিদ, প্রযোজক বিকাশ সরকার, কাজী চপল ও মাসুদুল হাসান রনি প্রমুখ।

বক্তারা অবিলম্বে জাতীয় সম্প্রচার নীতিমালার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯২৬ সালের এই দিনে বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। ১৯৯৬ সালে জাতিসংঘ তার এক ফোরামে বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা রেখে ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।